1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজিপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত আকস্মিক ভাবে এনসিপির ১৫ নেতার পদত্যাগ  হরিণাকুন্ডুতে ২০ই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে টাইফয়েড টিকাদান অভিযান ২০২৫ পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক টাইফয়েড টিকাদান অভিযান ২০২৫ ধনবাড়ী উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পোশাক শিল্পে অর্ডার কমে যাওয়ার কারণে বেড়েছে সংকট এক বছরে ২৬ কি পোশাক কারখানা বন্ধ, কর্ম হীন প্রায় পাঁচ হাজার শ্রমিক কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ৪৫ তম স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সেলবরষ ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড কর্মী সম্মেলন অনুষ্ঠিত,

কমলগঞ্জের কালেঙ্গায় দাওয়াতে ইসলামীর ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠিত

আবদাল মিয়া 
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

আবদাল মিয়া 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গাবাজারে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে চৌদ্দশত শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত হযরত শাহ্ আহমদ রেযা খান ফাজিলে বেরেলভী রহ.-এর পবিত্র স্মরণে আয়োজিত ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. জিকির মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগষ্ট) বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উপজেলার কালেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে দাওয়াতে ইসলামী মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ জুনায়েদ আত্তারীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. জিকির মাহফিলে বিভিন্ন স্থান থেকে আগত দাওয়াতে ইসলামীর মুবাল্লিগবৃন্দ এবং মাদানী চ্যানেলের জনপ্রিয় নাতখাগণ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভি রহ. রচিত হামদে খোদা, নাত এ রাসূল দ. পরিবেশনা এবং আলা হযরত রহ. এর জীবনী থেকে বিভিন্ন কারামত ও অলৌকিক ঘটনাবলী আলোচনা করেন।

আলা হযরত রহ. এর জীবনী ও আল্লাহর রাসুল দ. এবং সাহাবায়ে কেরাম ও ওলি-আউলিয়াদের শান নিয়ে আলোচনা করে বক্তারা বলেন, আলা হযরত রহ. এর নাতিয়া কালাম রচনার ইতিহাস ও নাতিয়া কালাম লেখার মূল উদ্দেশ্য ছিলো ইশ্বকে মুস্তফা দ. নিয়ে। গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে তারা বলেন, জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় আলা হযরত রহ. এর কলমের অতুলনীয় অবদান এবং আলা হযরত রহ. এর কিতাব অধ্যয়ন ও চর্চার প্রতি উপস্থিত শিক্ষার্থী সহ সচেতন মহলের প্রতি ফতোয়ায়ে রেজভিয়্যাহ, হাদায়েক্বে বখ্শিশ চর্চা কিতাব সহ আরো বেশি বেশি আলা হযরত রহ. এর চর্চা করার প্রতি উদাত্ত আহ্বান জানান।

ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠানে দাওয়াতে ইসলামী বাংলাদেশের আলেম ওলামা ও মুবাল্লেগবৃন্দ, মসলকে আলা হযরত রহ. অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত এর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রেজভীয়া তরিকার ভক্ত-আশেকানবৃন্দ সহ সমমনা বিভিন্ন দরবার শরীফের ভক্ত-আশেকানবৃন্দ পুরো অধিবেশন জুড়ে উপস্থিত থেকে মাহফিলের রওনক বৃদ্ধি করেছেন।

মিলাদ-কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত এবং তাবরুক বিতরণের মাধ্যমে এই আলীশান মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. আয়োজক কমিটির পক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসেন আত্তারী এবং মোঃ মাসুদ রানা এর সাথে আলাপকালে তারা বলেন, আলহামদুলিল্লাহ! বিজাতীয় সংস্কৃতির প্রতি মানুষের মনে বিকর্ষণ সৃষ্টি করার লক্ষ্যে আয়োজিত সারকারে আলা হযরত রহ. এর ওরসে পাকে তাঁরই রচিত কালামে রেযা পরিবেশনা করা হয়, যা সকল আশেকে রসুলের মনে প্রেমতরঙ্গ সৃষ্টি করেছে। মর্যাদাপূর্ণ এ মহৎ ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. অনুষ্ঠান যাদের বিভিন্ন সহযোগিতা এবং আন্তরিকপূর্ণ উপস্থিতিতে সফল ও সার্থক হয়েছে সবার প্রতি দাওয়াতে ইসলামী বাংলাদেশ এবং ইজতেমা এ ওরসে আলা হযরত রহ. আয়োজক কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট