ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন এ জন্ম ৩১-১২-১৯৯৪। ফরিদপুর এ বেড়ে ওঠা সাংবাদিক মোঃ রুহুল আমিন ভূইয়া।
মোঃ আবুল কাশেম ভূইয়া ও মোসাঃ রেবেকা সুলতানা রোজীর কোলজুরে তাদের প্রথম সন্তান জন্ম নেয়।
রুহুল আমিন ভূইয়া এর বাবা পেশায় একজন শিক্ষক, তিনি বাখুন্ডা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময় সফলতার সাথে সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছেন। এবং মাতা মোসাঃ রেবেকা সুলতানা রোজী একজন গৃহিণী। এবং একটি ছোট ভাই আছে, মোঃ নুরুল আমি ভূইয়া। নুরুল আমিন কম্পিউটার সাইন্স নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে অধায়নরত আছে।
এই হলো সাংবাদিক মোঃ রুহুল আমিন ভূইয়ার পারিবারিক জীবন।