মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
আশেকানে শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহ.) আয়োজনে মাওলা আলী-এ ক্বায়িনাত (র.) ওফাৎ বর্ষিকী স্মরণে আলোচনা, তাওয়াল্লাদে গাউছে মাইজভাণ্ডারী আগামী ২১ মার্চ শুক্রবার বিকাল ৩ টায় হযরত শাহ মনছুর আলী দেওয়ান আল আহাদী কাঞ্চননগরী (রহ.) এর রওজা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মাষ্টার মুহাম্মদ দিদারুল আলম।