1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

ঈদগাঁও বাজারের ইজারাদার ও যুবলীগ নেতা রমজা‌ন কোম্পানির ৩০ লক্ষ টাকা প্রতারণা,থানায় অভিযোগ

মনজুর আলম স্টাপ রিপোর্ট 
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

মনজুর আলম স্টাপ রিপোর্ট 

দ‌ক্ষিন চট্টলার সর্ব বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজা‌রের দ্বীর্ঘ‌দি‌নের ইজারাদার,কক্সবাজার জেলা যুবলীগ নেতা ও চব্বিশের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অর্থ যোগানদাতা রমজান কোম্পানীর বি‌রো‌দ্ধে ৩০ লক্ষ টাকা প্রতারনার অ‌ভি‌যোগ তু‌লে‌ছে বিগত ১৪৩১ বাংলা স‌নের সাব ইজারাদার মোহাম্মদ শাহ জাহান। এর আগেও গরু পাচার ও ডাকাতি সহ্ নানান অপকর্মের দায়ে মামলাও হয়েছিলো ঈদগাঁও বাজারের আলোচিত এ ইজারাদারের বিরুদ্ধে।

রমজান কোম্পানি থেকে চুক্তির ভিত্তিতে নেওয়া বাজা‌রের সাব ইজারাদার শাহ জাহান বা‌দি হ‌য়ে গত ২০ ফেব্রুয়া‌রি ঈদগাঁও থানায় রমজান কোম্পানীর বি‌রো‌দ্ধে প্রতারনার লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রেন।

অ‌ভি‌যো‌গে তি‌নি উল্লেখ ক‌রেন- বিগত ১৪৩১ বাংলা সনে এক বছর মেয়াদের ঈদগাঁও বাজার হস্তান্তরের মাধ্যমে রমজান কোম্পানী কার্যালয় স্মারক নং-উনিঅ/ঈদগাঁও/কক্স/২৪/২৫, তারিখ-০৪/০৪/২০২৪ইং তারিখের আদেশ বলে ঈদগাঁও ইজারাদারের দায়িত্ব গ্রহন করে। পরে সাব ইজারা-বাজারের মাধ্যমে ১,১৩,৫০,০০০/-(এক কোটি তের লক্ষ পঞ্চাশ হাজার) টাকা দিয়ে শাহ জাহা‌নের নিকট হস্তান্তর করেন। শর্তানুসারে বাজা‌রের ৫টি খাতে ইজারা আদায়ের কথা বলা হলেও ইজারা গ্রহনের বেশ কিছুদিন পর আমরা জানিতে পারি যে, উক্ত ৫টি খাতের মধ্যে লোড আনলোড এর শর্তটি বৈধ বলিয়া ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা গ্রহন করে। পরবর্তীতে জানা যায় উক্ত শর্তটি সম্পূর্ণ অবৈধ। সে আমাদের বৈধ বলিয়া মিথ্যা ও প্রতারনার আশ্রয় গ্রহন করে আমাদের কাছ থেকে ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা আত্মসাৎ করেছে। পরবর্তীতে তৎকালীন স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতনের পর হইতে অদ্যবধি পর্যন্ত সাব ইজারাদাররা উক্ত খাতে কোন ধরনের ইজারা গ্রহন কর‌তে পা‌রে নাই। বর্তমানে উক্ত খাতে সাব ইজারাদার‌দের প্রায় ৩০,০০,০০০/- (ত্রিশ লক্ষ) টাকা ক্ষতির সম্মুখীন হয়ে‌ছে। পরবর্তীতে সাব ইজারাদাররা খোঁজ নিয়ে আরো জানতে পারে, রমজানুল আলম কোম্পানী ইজারা গ্রহনের সময় ১,০৪,০০,০০০/-(এক কোটি চার লক্ষ) টাকা দিয়ে ইজারা গ্রহন করলেও সে আমাদের মিথ্যা কথা বলিয়া ৯,৫০,০০০/-(নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বাড়তি টাকা গ্রহন করে প্রতারনা ক‌রে‌।

থানায় অ‌ভি‌যোগ দা‌য়ে‌রের এক মাস পার হলেও থানা পু‌লিশ কোন সুরাহা কর‌তে না পারায় খুব শীঘ্রই আদাল‌তের স্বরনাপন্ন হ‌বেন ব‌লে প্রতি‌বেদব‌কে জানান সাব ইজারাদার মোঃ শাহ জাহান।

অ‌ভি‌যো‌গের বিষ‌য়ে রমজান আলম কোম্পানীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,শাহাজান আর আমি মিলে বাজারের ইজারা নিই তন্মধ্যে আমি গরু বাজার ও সাব বাজার নিয়ন্ত্রণে ছিলো শাহাজাহান। ৩০ লক্ষ টাকা আত্মসাধের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, “দুজনে মিলে যেহেতু ব্যাবসা করেছি তাহলে শাহাজাহান যদি বাজারের ইজারা তুলতে না পারে তাহলে এর দায়বার নিবে ইউএনও”।

স্থানীয়দের অভিযোগ যুবলীগ নেতা রমজানকে সার্ভিকভাবে সাহায্য সহযোগিতা করতেছে যুবদলের কিছু নেতা

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান বলেন, অভিযোগের তদন্ত চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট