স্টাফ রিপোর্টার মোঃ রুবেল হোসেন
বাউফল পটুয়াখালী
আমি আমার নিজের কিছু করিনি আমাকে বাধ্য করা হয়েছে ওই ছেলের জন্য ওর পরিবারের জন্য আমার জীবনের থেকে মন মনে হয় সব সুখ সাতি (শান্তি) চলে গেছে এ ভাবে ই চিরকুঠি লিখে শিক্ষার্থী পথে-ঘাটে ইভটিজিং সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে ব্লাকমেইল ও ফেইসবুক করার তিনি আত্মহত্যা করছে বলে অভিযোগ করেছেন পরিবারের ।
জানা গেছে, নাজনিন জাহান কুমকুম পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির পড়াশুনা করতো। তিনি বিদ্যালয়ে যাওয়া আসার পথে একই বিদ্যালয়ের রিয়াদুল ইসলাম তৌসিফ (১৬) একই এসএসসি পরীক্ষার্থী তাকে যৌন হয়রানি করতো।
কুমকুমের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে কুমকুমকে প্রতিবেশী কিশোর তৌসিফ যৌন হয়রানি (উত্যক্ত) করতো। বিষয়টি তারা তৌসিফের চাচা ও বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত তৌসিফ শুক্রবার (১৪ মার্চ) শিক্ষার্থী কুমকুমের সাথে ও তার এক সহপাঠীর তোলা একটি ছবি নোংরা ভাষায় কমেন্ট করে ফেসবুকে ছড়িয়ে দেয় । এরপরে কুমকুম তার খাতায় একটি চিরকুট লিখে ওই দিন বিকেল ৪টার দিকে গলায় ফাস দেয়।
স্বজনরা ঘটনাটি টের পেয়ে কুমকুমকে কালাইয়া স্বজনরা ঘটনাটি টের পেয়ে কুমকুমকে কালাইয়া সাহেদা গফুর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎক তাকে মৃত এরপর স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয় ।
এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ করেনি ভুক্তভোগী পরিবার। তবুও এ বিষয় গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে ।