মাহফুজুর রহমান সাইমন।
জামালপুরের ইসলামপুরে ১০ নং গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর শাহ্ পাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের মাইক নিয়ন্ত্রন কারী (সেট) চুরি হয়,গঠনার পর মসজিদে মাইকে আযানের সুর বাজে না এমন অবস্থায় দু-চিন্তায় পড়ে মহল্লাবাসী। তাই মসজিদ কমিটির পক্ষে বিষয়টি লিখিতভাবে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত ভাবে উপস্থাপন করা হয়।পরে ইউএনও মসজিদে চুরি হওয়া মাইকের সরঞ্জাম (সেট) দিবেন বলে আশ্বস্ত করেন। তারই ধারাবাহিকতায় ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে ইউএনও’র কার্যালয়ে মসজিদ কমিটির হাতে মাইকের সরঞ্জাম (সেট) ও নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুর রহমান। ইউএনও’র এমন মহৎ কাজে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন। এই মহৎ উদ্যোগে তিনি শুধু একটি মসজিদকেই নয়, পুরো এলাকাবাসীর হৃদয় জয় করেছেন। তার এই উদারতা, মানবিকতা এবং দায়িত্ববোধের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।