মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা বেগম (৪০) মারা গিয়েছেন।
(২৪ফেব্রুয়ারি) চৌরঙ্গীর মোড় কুজুরদিয়া মাদ্রাসার সামনে এর দুর্ঘটনা ঘটে। এই ফটো নয় আরো চারজন আহত হন।
আসমা নগরকান্দা আজল পার্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল্লাহ । তাদের বাড়ি নগরকান্দা উপজেলার মধ্য জগদিয়া গ্রামে। সালথা উপজেলার শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাঈমুল বলেন। প্রতিদিনের মতোই সোমবার বিকালে, স্কুল থেকে মাহেন্দ্রা গ গাড়ির যুগে ফরিদপুর, স্বপ্নের বাসায় ফিরছিলেন আসমা।
পথে চৌরঙ্গির মোড় এলাকায় , তাকে বহনকারীঔ মাহিন্দ্রা মোর এলাকায় তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এই ঘটনা মাহিন্দ্রা গাড়িটা খালি পড়ে যায়। তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরো চারজন গুরুতর আহত হন, আসমাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা রত হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়।