1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

আমি একজন মামুন বলছি 

কলমে - আরিফ হাসান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

কলমে – আরিফ হাসান

 

আমি চব্বিশের ছাত্রবিপ্লব নিয়ে কোনো কবিতা লিখিনি।

আমি রাজপথে হেঁটেছি।

আমি রোদ বৃষ্টি দাবদাহ উপেক্ষা করেছি।

আমি মুষ্টিবদ্ধ হাত উর্ধ্বে তুলেছি।

পায়ের ফোস্কা গুলো সাক্ষী মিছিলে আমার লম্বা অভিযানের ।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বধিরও শুনেছে আমার চিৎকার।

জিজ্ঞেস করো আমার হাতে থাকা জাতীয় পতাকাকে।

মিছিলে সবার সামনে ছিলাম আমিই।

আমি চব্বিশের গনবিপ্লব নিয়ে কোনো কবিতা লিখিনি।

আমি টিয়ারশেল গ্যাসের কুন্ডলির ভিতরে নিজেকে আবিষ্কার করেছি কতশত বার।

পকেটে থাকা টুথপেস্ট মেখেছি মুখে।

পথচারীর দেওয়া পানিতে আবার সজীব হয়ে ফুটেছি রাজপথে।

একের পর এক সাউন্ড গ্রেনেডের শব্দে আমার হার্টবিট দুইশো ছাব্বিশ বিট পার মিনিট ছুঁয়েছে নিশ্চিত।

 

আমি আবার বলছি,

আমি চব্বিশের ছাত্রবিপ্লব নিয়ে কোনো কবিতা লেখার সাহস পাইনি।

মিছিলের সামনে এগিয়ে গিয়ে বুক পাতে আমার বন্ধু।

মুহুর মুহুর গুলিতে ঝাঁঝরা করে ওর বুক ।

আহ্ রক্তের কি বুদবুদ।

এ যেন রক্তজবা, কৃষ্ণচূড়া ফুটেছে রাজপথে।

আমি চব্বিশের গনবিপ্লব নিয়ে কোনো কবিতা লেখার সাহস পাইনি।

আমি এগিয়ে গিয়েছি মিছিলের সামনে।

গুলি কর শুয়োরের বাচ্চা বলে চিৎকার করেছি।

আমার রক্তই ছিল আমার অস্ত্র।

ঘাতকের ছিল কামান আর গুলির বিশাল সমাহার।

আমার ছিল বিপ্লবী বন্ধু।

ঘাতকের ছিল স্বৈরাচারের দোসর ,হাতে হাতুড়ি , দেশীয় অস্ত্র আর মাথায় হেলমেট পরা জারজ।

আমার প্রতিরোধ ব্যুহ ছিল বিপ্লবীদের বুক ।

তাদের ছিল হেলিকপ্টার থেকে হামলা করার কৌশল।

আমার ছিল বুকের রক্ত দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রত্যায় ।

বিশ্বাস করুন,

আমি চব্বিশের ছাত্রবিপ্লব নিয়ে কোনো কবিতা লিখতে আসিনি।

আমি এসেছিলাম অহিংস আন্দোলন করতে।

আমি এসেছিলাম মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র প্রতিষ্ঠা করতে।

আমি এসেছিলাম বৈষম্যের শিকল ভাংতে।

আমি এসেছিলাম সাম্য সমতা ফেরাতে ।

আমি এসেছিলাম আমার অধিকার চাইতে।

ঘাতকের হাতে ছিল রাষ্ট্রযন্ত্র , সংবাদপত্র।

তারা আমাকে রাজাকার বানালো।

তারা আমাকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিল ।

তারা আমাকে কতশত রাজনৈতিক প্যাচে ঘুরাইলো।

তারা আমার বিপ্লবী বন্ধুকে রক্তাক্ত করলো।

তারা আমার বিপ্লবী বন্ধুকে হত্যা করলো।

তারা আমার মৃত্যু দেহের উপরেও কয়েক রাউন্ড গুলি চালাইলো।

আমি চব্বিশের গনবিপ্লব নিয়ে কোনো কবিতা লেখার সুযোগ পাইনি।

আমার হাতে এখন আর কলম শোভা পায় না।

কারন সে হাত এখন কাফনে মোড়া।

বিশ্বাস করুন,

আমি কোন বিপ্লবী ছিলাম না।

আমি কোনো রাষ্ট্রদ্রোহী ছিলাম না।

আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলাম না।

আমি একজন ছাত্র ছিলাম।

আমি একজন সাধারণ মানুষ ছিলাম।

আমি আপনাদেরই একজন ছিলাম।

আমি এই দেশেরই একজন সন্তান ছিলাম।

 

 

‌জুলাই বিপ্লবে ঘাতকের গুলিতে প্রাণ হারানো একজন গর্বিত তিতুমীরিয়ান, সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শহীদ মামুন মিয়া ভাইকে নিয়ে লেখা আরিফ হাসানের কবিতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট