1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সাটুরিয়ায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী বহিষ্কার বুলেটের মুখে দাঁড়ানো স্বপ্ন: সাভার–আশুলিয়ার ছাত্র–শ্রমিকদের জাগরণ” প্রধান উপদেষ্টার প্রতি দাবি এখনই নির্বাচন ঘোষণা করুন : জয়নুল আবেদিন ফারুক নেত্রকোনা মানবকল্যাণ ঐক্য সংস্থা র সম্মানিত সদস্য মোঃ শাহ আলম আর নেই ফেনী মহিপালে ৩টি পাসপোর্ট ও ১৭ টি NID কার্ড সহ রহিঙ্গা গ্রে,ফ,তা,র। ভালুকায় জুলাই বিপ্লব ‘গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত জামালপুরের ছেলে ঢাকার এমপি প্রার্থী রাসেল বেগমগঞ্জে একদিনে বিভিন্ন জায়গা থেকে পল্লী বিদ্যুৎের প্রায় ৩০ মিটার ছু,রি ; থানায় হারানোর অ,ভিযো,গ নিতে গ্রাহক হয়রানি খাবারে মুরগীর পালক ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে আজ তারুণ্যের কন্ঠে,জুলাই বিপ্লব বিতর্ক উৎসব ২০২৫নঅনুষ্ঠিত হয় ফ্যাসিবাদ মুক্ত দিবস উপলক্ষে লক্ষীপুরে জামায়াতের গনমিছিল।

সেনবাগ থানায় আধা ভরি স্বর্ণালংকারসহ ০২ জন স্বর্ণ নকল প্রতারক চক্র গ্রে,ফ,তা,র।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সেনবাগ থানায় আধা ভরি স্বর্ণালংকারসহ ০২ জন স্বর্ণ নকল প্রতারক চক্র গ্রে,ফ,তা,র।

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার – (সেনবাগ,নোয়াখালী):–

নোয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, সেনবাগ থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান এর তত্ত্বাবধানে এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা ও সঙ্গীয় ফোর্সসহ ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখ থানা এলাকায় দিবাকালীন জরুরী ডিউটি করাকালে সেবারহাট বাজারস্থ ফেনী টু নোয়াখালী আঞ্চলিক সড়কের মেসার্স আলাউদ্দিন ফিলিং ষ্টেশন এর সামনে দুপুর অনুমান ১৪:৪০ ঘটিকার সময় গ্রেফতার ১। মোঃ সাইফুল ইসলাম(৩২), পিতা-ইমান আলী, মাতা-সাজিয়া বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ইয়ারপুর (বটতলা, ওয়াসিল মোল্লা বাড়ী) , উপজেলা/থানা- সেনবাগ, জেলা –নোয়াখালী, ২। মোঃ মিলন হোসেন(৩২), পিতা-কিছমত আলী প্রঃ মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-মিনারা বেগম , ঠিকানা: স্থায়ী: গ্রাম- দূর্গাপুর (স্বর্ণকার বাড়ি, ৬নং ওয়ার্ড, ১১নং দূর্গাপুর ইউপি) , উপজেলা/থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীদ্বয়কে সন্দেহেজনক কিছু একটা হিসাব-নিকাশ করার সময় এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা তাহার সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাহাদেরকে আটক পূর্বক তল্লাশী করেন। তল্লাশী করাকালে তাহাদের হেফাজত হইতে ০১ জোড়া স্বর্ণের কানের দুল, ওজন-৩ আনা ০৬ পয়েন্ট, ০২টি স্বর্ণের নাকফুল, ওজন-০১ আনা ০৮ পয়েন্ট, ০১টি স্বর্ণের চেইন, ওজন-২ আনা ০৫ রত্তি ০৪ পয়েন্ট, ০১ জোড়া স্বর্ণের মুরকী, ওজন-২ আনা ৩ রত্তি ০১ পয়েন্ট, সর্বমোট-৮ আনা ০৪ রত্তি ০৯ পয়েন্ট, সর্বমোট মূল্য-৭৪,৯৯৩/-টাকা, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণালংকার সমূহ উপরোক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় ও পলাতক আসামী মোঃ ফারুকসহ সোনাগাজী থানাধীন তাকিয়া বাজার থেকে কুটিরহাট বাজারের আগে একজন অজ্ঞাত মহিলার কাছ থেকে নকল স্বর্ণের বার দেখাইয়া জব্দকৃত স্বর্ণগুলো চুরি করিয়াছে মর্মে স্বীকার করে। তারা পেশাদার নকল স্বর্ণ প্রতারক চক্র, তারা এই জনপদে দীর্ঘদিন ধরে সহজ-সরল মহিলাদের টার্গেট করে নকল স্বর্ণের বার দেখিয়ে কৌশলে আসল স্বর্ণ চুরি করে মর্মে স্বীকার করে। দাগন ভূঁইয়া থানায় তাদের বিরুদ্ধে নকল স্বর্ণ প্রতারণার মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দুই মাসের সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং মিলন হোসেন বেগমগঞ্জ থানার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। পরবর্তীতে চোরাই স্বর্ণালংকা উদ্ধারের ঘটনায় এএসআই(নিরস্ত্র) মোঃ জুয়েল রানা বাদী হয়ে সেনবাগ থানায় তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে সেনবাগ থানায় মামলা রুজু করা হয়। আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট