মহিপালে সেনাবাহিনীর যৌথ অভি*যানে ১০৫ লিটার বাংলা ম*দ উ*দ্ধার ও একজন গ্রেফ*তার।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী মহিপালে সেনাবাহিনীর যৌথ অভিযানে ১০৫ লিটার বাংলা মদ ( দেশী মদ) উদ্ধার করেছেন এবং একজনকে আটক করা হয়।ফেনী মহিপালে বাসস্ট্যান্ডে গতকাল রাতে সেনাবাহিনীর পরিচালিত এক যৌথ অভিযানে দেশী মদ সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।স্হানীয় সুত্রে প্রপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তোরল মোহন ত্রিপুরা (৩২) নামে এক ব্যক্তির কাছ থেকে একটি দুরপাল্লার বাসের বগির ভিতরে লুকিয়ে রাখা ৪টি কন্টেইনারে থাকা প্রায় ১০৫ লিটার দেশী মদ উদ্বার করা হয়। সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের এক কর্মকর্তা জানান, অভিযান শেষে উদ্বারকৃত মদ এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্হার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।