মোহাম্মদ হানিফ,দৈনিক প্রভাতী বাংলাদেশ
সংবাদ- এক নারী ঢাকা চট্টগ্রাম মহাসড়ক লেমুয়া কাজিরদীঘি থেকে লালপোল থেকে আসা সি এন জিতে উঠেন মুহুরীগঞ্জে যাওয়া জন্যে। সি এন জি তে যাত্রী হিসাবে দুই যুবক ছিল।সি এন জিটি যখন ফাজিলপুর পার হয়ে মুহুরীগঞ্জের কাছাকাছি আসে যুবকদ্বয় মহিলা যাত্রীর কাছে থাকা ব্যাগ টি চিনিয়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি করে।এক পর্যায় মহিলার ব্যাগ টি চিনিয়ে নেয়। এবং জবরদস্তি করে মহিলাকে সি এন জি থেকে নামিয়ে দেওয়া হয়।দুই ছিনতাইকারী সি এন জি নিয়ে ভুলে মুহুরীগঞ্জের দিকে চলে যায়।মহিলা ফেনী থেকে আসা আরএকটি সি এনজি তে করে তাদেকে দেওয়া দেয়,এবং ছিনতাইকারী সি এন জি টি মুহুরীগঞ্জের রেললাইনের কারনে যেতে না পারায় আবার ও ভুল করে মুহুরীগঞ্জের হাই ওয়ে স্টেশন দিয়ে ছাগলনাইয়ার দিকে যাওয়ার চেষ্টা করে।।মহিলা গণপিটুনি দেয়। ফাজিলপুর ( মুহুরীগঞ্জের) হাইওয়ে পুলিশের হাতে তুলে দেয় বিক্ষুপ্ত জনতা।ফাজিলপুর ( মুহুরীগঞ্জের) হাইওয়ে থানার এস আই মোহাম্মদ শহিদুল ইসলাম জানান,আটক দুইজন ছিনতাইকারী জিজ্ঞাসা বাদে স্বীকার করছে তার দীর্ঘ দিন যাবত লালপোল থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত তার সি এন জি যোগে ছিনতাই করে আসছে। এবং মাদকদ্রব্য ও প্রচার করে থাকে।এস আই শহিদুল ইসলাম বলেন দুই ছিনতাইকারী আটক হয়েছে ছাগলনাইয়া থানার এরিয়াতে তাই আমরা তাদের দুইজনকে ছাগলনাইয়া থানায় একটি মাদকদ্রব্য ও ছিনতাইয়ের অভিযোগ মামলা করা হবে।