আরিফুর রহমান তীব্র, দৈনিক প্রভাতী বাংলাদেশ
দীর্ঘ ১৬ বছর পালিয়ে থাকা নির্যাতনের শিকার চন্দ্রগন্জের সেচ্ছাসেবক দলের নেতা ছোট মিলন।
চন্দ্রগন্জে সেচ্ছাসেবক দলের নেতা ছোট মিলন ছোটবেলা থেকে বিএনপির রাজনীতিকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে, সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশেনায় জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে জড়ান ছোট মিলন বিএনপির দু:সময়ে রাজপথে প্রতিবাদীর স্লোগান নিয়ে,
স্লোগান মাষ্টারের ভুমিকায় ছিলেন মিলন,আন্দোলন সংগ্রামে রাজপথে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন, এর জন্য তাকে দিতে হয়েছে চরম মূল্য, পারিবারিক পারিপার্শ্বিক সব কিছুকে পাশে রেখে নিজের যৌবনের পুরো সময়টুকু বিলিয়ে দিয়েছেন রাজনৈতিতে,দু:সময়ে দলের বিভিন্ন কর্মকান্ডের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও সুসময়ে পূর্বাভাসে কারাবাস করছেন এই সংগ্রামী নেতা, ১০ নং চন্দ্রগন্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পালনকালে কখনো তার বিরুদ্ধে অন্যয় অনিয়ম দূনীতির অভিযোগ পাওয়া যায় নি, ছোট মিলনের পরিবার অভিযোগ করে বলেন শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারনে ছোট মিলনকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে চালান দেওয়া হয়।