1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

এসএসসি পরিক্ষায় পাঞ্জেরি ও লেকচার গাইড থেকে প্রশ্ন এসেছে, পরিক্ষার্থীদের অভিমত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

আজ ১০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে এসএসসির বাংলা প্রথম পত্রের পরিক্ষা। বাংলা প্রথম পত্রের পরিক্ষার প্রশ্ন পত্রে পাঞ্জেরি ও লেকচার গাইড অনুসরন করা হয়েছে। অধিকাংশ পরিক্ষার্থীরা ১শ মার্কের উওর দিতে সক্ষম হয়েছে। সৃজনশীল প্রশ্নপত্র সহজ হয়েছে। সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে অংশ নেওয়া পরিক্ষার্থীদের একাংশ অভিমত ব্যক্ত করেন। পরিক্ষা কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা হাসিমুখে সজনদের জড়িয়ে ধরেন। সন্তানের সাফল্যে অভিভাবকরাও উৎফুল্ল ছিলেন,শিক্ষকদের ছিল বুক ভরা আনন্দ। সকাল ১০ থেকে ১ টা পর্যন্ত তিন ঘন্টার পরিক্ষায় অংশ নেয় পরিক্ষার্থীরা। সারা সময়টা ছিল ব্যাস্ত। জীবনে এটাই প্রথম পাবলিক পরিক্ষা। প্রশ্ন কমান আসায় উদ্ধেগ ও উৎকণ্ঠার ছাপ ছিল না মুখে। এ পরিক্ষা কেন্দ্রে খুলনা জিলা স্কুল, সবুরননেছা, পাইনিয়ার, কালেক্টরেট, উদয়ন, রুপসা ও হাজী মালেক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। তাদের মধ্যে জিলা স্কুলের একজন পরিক্ষার্থী মো: রবিউল আজমির বলেন, প্রশ্ন পত্র তৈরিতে পাঞ্জেরি গাইড অনুসরন করা হয়েছে। একই স্কুলের দু পরিক্ষার্থী এস এম শফিউল ইসলাম ও তানভীর আহমেদ তমাল তারা বলেন, বাংলা প্রথম পত্রের সাতটি প্রশ্নের উত্তর দিয়েছেন। পরিক্ষা ভালো হয়েছে। পাঞ্জেরি গাইড থেকে প্রশ্ন এসেছে। একই স্কুলের রিসাদ, প্ররায় বলেন, লেকচার গাইড থেকে প্রশ্ন এসেছে। ১১ নাম্বার প্রশ্নের ” খ” দাগের হাকিকুল্লাহ ( হাকিবুল্লাহ) বানানটি ভুল এসেছে। হলের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সুরননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান মিম বলেন, প্রশ্ন খুব ভালো ছিলো। আলহামদুলিল্লাহ পরিক্ষা ভালো হয়েছে। আমি লেকচার গাইড অনুসরন করি। তার ধারনা প্রশ্ন পত্রে লেকচার গাইড অনুসরন করা হয়েছে। ফাতিমা উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীদের মধ্যে থেকে রুপা, সাদিয়া জানান, লেকচার গাইড থেকে অনেক প্রশ্ন পেয়েছি। পরিক্ষা ভালো হয়েছে। আমরা শতভাগ প্রশ্নের উত্তর দিয়েছি। পরিক্ষায় প্রথম দিন অসদুপায় অবলম্বনের জন্য পাইকগাছা উপজেলার ৪ জন এবং ডুমুরিয়ার ১ জন বহিস্কৃত হয়। এসএসসি পরিক্ষার্থী ২১২ জন, দাখিল পরিক্ষায় ১১২ জন এবং ভোকেশনালে ৪১ জন অনুপস্থিত ছিল।জেলায় ২৫ হাজার ৮৭৪ জন অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট