বিশেষ প্রতিবেদন
সম্মানিত দেশবাসী আপনারা সকলে অবগত আছেন, জুলাই গণঅভ্যুত্থানের যে একতা তা এখন আমাদের মধ্যে বিরাজমান নাই ,আমাদের সকলের ঐক্যমতে এই গণঅভ্যুত্থান হয়েছে, তাই কিছু কতিপয় সার্থন লোভী মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিল ব্যস্ত ,কথা ছিল জাতিকে নতুন সূর্যের আলো দেখাবে, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি ,তারা নিজেদের স্বার্থে দল এবং জাতিকে নিয়ে নানা পাইতারা করতেছেন,
জাতি আজ নিরুপায় হয়ে নতুন একটি সূর্যের আলো দেখতে চায়, জাতিকে নতুন একটি সূর্যের আলো দেখানোর জন্য এবং সুন্দর একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য,
দক্ষিণবঙ্গের কৃতি সন্তান এস.এম. সাইদুর রহমান ভাই আহ্বায়কঃ খাদেমুল ইসলাম বাংলাদেশ নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে আসছে ,যেখানে নিরাপদ থাকবে হিন্দু বৌদ্ধ মুসলিম ও খ্রিষ্টান সহ সকল ধর্মের অনুসারীগন ,শুধু তাই নয় সকল ভাষার অনুসারীগণ
সে তার ভাষা স্বাধীনভাবে তার মনোভাব প্রকাশ করতে পারবে।নতুন একটি রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে নাম লেখাতে যাচ্ছে এবং এপ্রিলের শেষের দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে!এই দলটি সকল ধর্ম ও জাতির আস্থার সংস্থা
খাদেমুল ইসলাম বাংলাদেশ (কে.আই.বি) এই সংস্থা শুধু বাংলাদেশ নয় বিশ্বের সবখানে এই আস্থার স্থান তৈরি করবে ইনশাআল্লাহ! আসুন আমরা শপথ নেই খেলাফতের বাংলাদেশ বিনির্মাণে নিজেকে সোবদ্ধ করে দেই,পূর্বে ইতিহাস পড়ে দেখুন, যেখানে খেলাফত ছিল,
সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের শান্তিতে বসবাস করেছেন!
তাই আসুন বাংলাদেশের সকলে মিলে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে কোন বৈষম্য থাকবে না ,থাকবে না রাহাজানি থাকবে না চুরি ছিনতাই ধর্ষণ ও চাঁদাবাজি টেন্ডারবাজি ,থাকবে না,বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে, একতার বন্ধনে থাকবে প্রতিটি মানুষ ,বিশ্বের প্রতিটি রাষ্ট্র শিক্ষা নেবে বাংলাদেশের সুশাসন দেখে! তাই এগিয়ে আসুন যোগ দিন খাদেমুল ইসলাম বাংলাদেশে(কে.আই.বি)বাংলার জমিনে এই সর্বপ্রথম সকল দলের আশ্রয়স্থল এবং সকল ধর্ম ও জাতির একটি আশ্রয়স্থল হলো!খাদেমুল ইসলাম বাংলাদেশ (কে.আই.বি)খাদেমুল ইসলাম বাংলাদেশে যোগ দিতে যোগাযোগ করুনঃ01985205106