1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
উলিপুরে আ.লীগের দোসর জয়নাল আবেদীনের প্রতারণা ও জমি জবরদখলের অভিযোগে সাংবাদিক সম্মেলন টেকনাফের শাহপরীর দ্বীপে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড। ‎মেহেরপুর পৌর এলাকায় জেলা জামায়াতের আমির তাজউদ্দীন খানের গণসংযোগ ফুলবাড়িয়ায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ গেল সিদ্দিকুর রহমানের রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন মোস্তাফিজুর রহমান রঞ্জু পঞ্চগড়ে পুত্রবধুকে মারপিট করায় জেল হাজতে শশুর-শাশুড়ি তরুণ শাওনের উদ্যোগে সাইবার নিরাপত্তায় স্বস্তি ফিরছে ব্যবহারকারীদের…. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে পথ সভা”। নাগরপুর কাশাদহ মাদক ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০২৫ চিরিরবন্দরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত

লতিফুল নয়ন ফারাজী(কুড়িগ্রাম)উলিপুর প্রতিনিধি:

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

লতিফুল নয়ন ফারাজী(কুড়িগ্রাম)উলিপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামদাস ধনিরাম খেয়ারপাড় গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। গুনাইগাছ ইউনিয়নের সাবেক মহিলা সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সাহেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত নুরুজ্জামানের স্ত্রী।
রোববার সকালে স্থানীয় স্বজনদের খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বড় ছেলে শাখাওয়াত হোসেন বাবলু জানান, তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। বাবলুর ভাষায়, আজ ভোর রাতে তিনি রান্নাঘরের বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন।
ছোট ছেলে শাহিন আলম বলেন, তার স্ত্রী প্রথমে শাশুড়িকে বিছানায় না দেখে খুঁজতে বের হন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরিবারের সদস্যরা ছুটে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় পান।
শাহিনের স্ত্রী বিউটি বেগম বলেন,আমি শাশুড়ির সঙ্গে এক বিছানায় ঘুমাতাম। মাঝে মধ্যে তিনি রাতে ঘুম না হলে বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করতেন। আজ ভোরে হঠাৎ তাকে খুঁজে পাইনি। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পাশে ব্যবহৃত বটি পড়ে ছিল।

পাড়া-প্রতিবেশী ও স্বজনেরা জানান, সাহেরা বেগমের শারীরিক অবস্থা ভালো ছিল না। পরিবারের ছেলেরা তার জন্য আলাদা ব্যবস্থা করলেও তিনি দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাহেরা বেগম সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় একজন নারী ছিলেন। গুনাইগাছ ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি এক সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে একজন নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট