1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

কুমিল্লার ইফতার বাজারে নতুন মাত্রা: বৈচিত্র্যময় খাবারের আয়োজন।

রুহুল আমিন চৌধুরী সুমন, কুমিল্লা।
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রুহুল আমিন চৌধুরী সুমন, কুমিল্লা।

প্রতি বছরের মতো এবারও কুমিল্লা নগরীজুড়ে ইফতার বাজার জমে উঠেছে। তবে এবারের ইফতার বাজারে যোগ হয়েছে নতুন কিছু মুখরোচক ও বৈচিত্র্যময় খাবার। বড় বড় হোটেল ও রেস্তোরাঁগুলোতে ইফতারের জন্য বেশ চমকপ্রদ আয়োজন করা হয়েছে। ইরানি জলাপি, গরুর মাংসের পাকিস্তানি বিরিয়ানি, আফগানি খাসির কাবলি পোলাও, খাসির পা রোস্টসহ নানা রকম খাবার কুমিল্লার মানুষের ইফতার টেবিলকে রঙিন করেছে।

নগরীর কান্দিরপাড়ের জিলা স্কুল সড়ক লাগোয়া বধূয়া ফুড ভিলেজে শতাধিক ধরনের ইফতারির পসরা সাজানো হয়েছে। রেস্তোরাঁটি কুমিল্লার মানুষের জন্য পাকিস্তানি বিফ বিরিয়ানি ও আফগানি খাসির কাবলি পোলাওসহ বেশ কিছু নতুন খাবার এনেছে। ইরানি জিলাপি এখানে সবচেয়ে জনপ্রিয়। প্রতি কেজি ইরানি জিলাপির দাম ৫০০-৬০০ টাকা। এছাড়া ৭০০ টাকায় খাসির আস্ত পায়ের রোস্ট এবং ১ হাজার ৩৫০ টাকায় মাটির হাঁড়িতে রান্না করা গরুর মাংস পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ী আনিছুর রহমান, যিনি পরিবারের জন্য ইফতারি কিনতে বধূয়া ফুড ভিলেজে এসেছেন, জানান, আধুনিকতার সঙ্গে মানুষের রুচির পরিবর্তন ঘটছে। তাঁর পরিবার নতুন ধরনের এই ইফতারি বেশ পছন্দ করে।

অভিজাত হোটেলগুলোতে ইফতার আয়োজন

কুমিল্লার ঝাউতলার অ্যালিট প্যালেস, টমছমব্রিজের হোটেল ওয়েসিস, কুমিল্লা ক্লাব এবং কান্দিরপাড়ের গ্র্যান্ড দেশপ্রিয়সহ অন্যান্য হোটেলগুলোও ইফতারির বিশাল আয়োজন করেছে। এসব জায়গায় প্রতিদিনই ক্রেতাদের ভিড় লেগে থাকে।

ঐতিহ্যবাহী ডায়ানা হোটেলের বিশেষ হালিম

চার দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ডায়ানা হোটেলের হালিম রমজানের অন্যতম আকর্ষণ। প্রতিদিন শতাধিক কেজি হালিম বিক্রি হয় এই হোটেলে। হালিমের প্রতি কেজির দাম ৪০০ টাকা। ডায়ানা হোটেলের ব্যবস্থাপক মাহবুব আলম জানান, ক্রেতাদের মান ধরে রাখার চেষ্টা করছেন তারা।

কুমিল্লার ইতিহাসবিদ আহসানুল কবীর জানান, চার দশক আগেও কুমিল্লার মানুষের ইফতারে এত বৈচিত্র্যময় খাবার ছিল না। দই, চিড়া, কলা, খই, মুড়ি এবং ছোলাসহ সাধারণ খাবারই ইফতারের মূল অংশ ছিল। সময়ের সঙ্গে মানুষের রুচি পরিবর্তন হয়েছে এবং এখন ইফতারে নতুন নতুন মুখরোচক আইটেম যোগ হচ্ছে।

কুমিল্লার ইফতার বাজার এবার আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছে। ক্রেতাদের ভিড়ে মুখরোচক খাবারের এই বৈচিত্র্য স্পষ্ট হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট