1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
কোস্টগার্ডের অ,ভিযা,নে হরিণের মাংসসহ একজন আ,ট,ক চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃ,ত্যু  গাজীপুরে শহীদ সাংবাদিক “তুহিন চত্ত্বর” ঘোষণা ও দ্রুত বিচারের দাবিতে শনিবার পথসভা। তারেক রহমানের নির্দেশে দেশগড়ার সংগ্রামে যুবদলকে প্রস্তুত থাকতে হবে নঈম উল্লাহ চৌধুরী বরাত খাল দখল করে পুকুর তৈরি টিপির বিলে ৮ গ্রামের কৃষকের ৩০০০ বিঘা ফসল বিনষ্ট বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক

প্রেমের ফাঁদে বন্ধুকে হত্যা: গ্রেফতার ২ 

পেয়ার আলী,ঠাকুরগাঁও: 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

পেয়ার আলী,ঠাকুরগাঁও: 

 অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ করে হত্যা করেছে তারই বন্ধসহ একটি চক্র। মুক্তিপণের ২৫ লাখ টাকা নিয়েও কলেজ পড়ুয়া ছেলেটিকে জীবিত পাইনি পরিবার। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের তথ্য অনুযায়ী মিলনের মরদেহ উদ্ধারের কাজ চলছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৩টার দিকে দুই অপহরণকারী গ্রেফতার ও মিলনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে সেজান আলী। তাৎক্ষণিকভাবে আরেকজন গ্রেফতারকারীর নাম পরিচয় দেওয়া সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, “অনেক দিন ধরে এই বিষয়ে কাজ করছিলাম আমরা। কোনো ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহযোগিতায় দুইজনকে গ্রেফতার করা হয়। তারা স্বীকার করেছে যে তারা মিলনকে খুন করেছে এবং তাদের দেখানো মতে লাশ উদ্ধারের কাজ চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া সেজান আলীর বাড়ির পাশেই একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধারের কাজ চলছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ জানান- ‘বুধবার রাতে মিলনকে অপহরণের ঘটনায় আমরা দুইজনকে গ্রেফতার করি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিলনকে হত্যা করার কথা স্বীকার করেছে এবং তাদের দেখানো মতে আমরা স্থানীয় সাক্ষীদের সামনে লাশ উদ্ধার করছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’ এদিকে সকাল থেকে নিহত মিলনের স্বজনেরা ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায়ে জেলা প্রশাসক তাদের ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। অপহরণের পর বিষয়টি নিয়ে পুলিশের কালক্ষেপণ নিয়ে বিক্ষুব্ধ এলাকার সর্বস্তরের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট