ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুরে গর্ভবতী ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি পায়তারা করছিল কয়েক জন অসাধুচক্র ।
১৬ মার্চ ( রবিবার) রাতের
আধারে ভুট্টা ক্ষেতের পাশে অসাধুচক্র ঘোড়াকে জবাই করে কাটাকাটি শুরু করলে গ্রামবাসী টের পেয়ে যায়। গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হতে থাকলে তারা জীবিত ঘোড়া, মৃত শাবক জবাইকৃত মাংস ফেলে পালিয়ে যায়। গ্রামের লোকজন পরে বটতলী মোড়ে ফেলা রাখা মাংস জনসম্মুখে প্রকাশ করে। স্থানীয় লোকজন ঘৃন্য কাজের সাথে জড়িত ও অন্যান্য ব্যক্তিদের শাস্তির দাবি করছেন।
এমনটাই ঘটেছে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৫ নং সদর ইউনিয়নে( দেহট্র হাট পুকুর) বটতলী মোড় এলাকায়।
হরিপুর থানা পুলিশ জানায়– সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছিল, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হবে।