1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

শ্যামনগর গাবুরায় ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্ট এর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান। 

শামীম আহমেদ স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

শামীম আহমেদ স্টাফ রিপোর্টার। 

সাতক্ষীরা শ্যামনগরের পল্লীতে ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্ট এর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান, সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টায় ক্ষতবিক্ষত দ্বীপ ইউনিয়ন গাবুরা লক্ষীখালী বাগেজান্নাত হাফিজিয়া মাদ্রাসা মাঠে।

শ্যামনগর উপজেলার শেষ জনপদ গাবুরা ইউনিয়নের লক্ষীখালী এলাকার মানুষের ১থেকে২কিলমিটার দূর থেকে খাওয়ার পানি সংগ্রহ করে নিয়ে আসতে হয়। স্হানীয় মরিয়ম বিবি (৫৫)র কাছে এই এলাকার মিষ্টি পানির বিষয়ে জানতে চাইলে,তিনি এ প্রতিবেদককে বলেন,খাওয়ার জন্য পানি আনতে হয় গাজীবাড়ীর পুকুর থেকে, তাও সে পানি নোনা লাগে খেতে গেলে। লক্ষীখালী এলাকায়ার আমেনা খাতুন বলেন,সকালে পানি আনতে বের হলে দূপুর হয়ে যায় বাড়ি আসতে। তবে আমেনা খাতুন হেসে বলেন আমাদের আর পানি আনতে দূরে যেতে হবেনা। মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল গাবুরা লক্ষীখালী তে ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্ট বসিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের খাওয়ার পানির সমস্যা সমাধান হবে বলে আশা করছি।

উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনালওয়াশ কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাবুরা ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান জি,এম মাসুদুল আলম।

উপস্থিত ছিলেন ওয়াশ কমিটির সাধারণ সম্পাদক হাফেজ আকিজ উদ্দিনসহ, ইঞ্জিনিয়ার মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল শফিকুল আলম কাওসার।

ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলে,

ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্ট থেকে ১ঘন্টায় এক হাজার লিটার মিষ্টি পানির বের হবে। ৫ হাজার মানুষের খাওয়ার পানির চাহিদা মেটনো সম্ভব হবে।তিনি আরো বলেন,এই এলাকাসহ পাশের গ্রাম ও পথচারীদের ও খাওয়ার পানির পিপাসা মিঠাবে এই প্ল্যান্টের বিশুদ্ধ খাবার পানি।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন,শ্যামনগর উপজেলার শেষ জনপদে এবং সঠিক স্হানে এই পানির প্ল্যান্ট বসানোর জন্য মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট