1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

Homeদিনাজপুরট্রাইসাইকেল পেয়ে ১ বছর পর উঠে দাঁড়ালেন আবু বক্কর দিনাজপুর ট্রাইসাইকেল পেয়ে ১ বছর পর উঠে দাঁড়ালেন আবু বক্কর  Chilahati Web 3/12/2025 08:14:00 PM

মো:মাকিদ হায়দার। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মো:মাকিদ হায়দার। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি 

সমাজে মানুষের ভালোমন্দের খোঁজ খবর নিয়ে দিন পার করতেন আবু বক্কর সিদ্দিক। করোনার সময় থেকে ২০২৩ সাল পর্যন্ত এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে রাত দিন পরিশ্রম করে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করতেন। একারণে একসময় দূর্বৃত্তদের হামলার শিকারও হন তিনি।২০২৩ সালের শেষের দিকে ডিসেম্বর মাসে বয়সের ভারে হঠাৎ করে বিছনাগত হয়ে পরেন সে। এতে করে তার ডান পা ও ডান হাত অবশ হয়ে যায়। প্রায় ১ বছর বিছানায় পড়ে থাকতে হয় তাঁকে। করেছেন অনেক চিকিৎসা কিন্তু উঠে দাঁড়াতে পারেননি। দীর্ঘ ১ বছরের বেশি সময় বাহিরের আলো বাতাস, এলাকার মানুষগুলোর খোঁজ খবর নিতে পারেনি সে। ঘরের চার দেয়ালে ডুকরে ডুকরে কেঁদে সময় পার করতেন। আজ বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহোযোগিতায় ট্রাইসাইকেল পেয়ে উঠে দাঁড়ালেন আবু বক্কর সিদ্দিক।

ট্রাইসাইকেলটি তার স্ত্রী ও মেজো মেয়ে বুলবুলির হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কমল কৃষ্ণ রায়, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা, সাংবাদিক নুর মোহাম্মদ প্রমুখ।

ট্রাইসাইকেলটি পেয়ে বাবার মুখে হাসি দেখে আনন্দে অশ্রুশিক্ত হয়ে পরেন মেয়ে বুলবুলি ও তার মা তাহমিনা বেগম। আজ থেকে বাবা আবার বাড়ির বাহিরে মানুষের খোঁজ খবর নিয়ে আনন্দে সময় পার করবেন ভাবতে ভালো লাগছে। ট্রাইসাইকেল টি পেয়ে আবু বক্কর সিদ্দিক ও তার পরিবার উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, ট্রাইসাইকেলটি খুব উন্নতমানের এটি হাত দিয়ে চালানো ও কন্ট্রোল করা সম্ভব। তার আবেদনের প্রেক্ষিতে দিনাজপুর জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে এই সহোযোগিতা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট