মো:মোমিনুল ইসলাম (মোমিন)
জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) দুপুরে দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাক আটক করে আগুন লাগিয়ে দেয়। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকে থাকা কাউকে আটক করা যায়নি।
নিহতরা হলেন- জেলার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ছাতুয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী রোকসানা পারভীন এবং তাদের তিন বছর বয়সী মেয়ে রাহিয়া৷
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, রোকসানা তার তিন বছর বয়সী মেয়ে রাহিয়াকে নিয়ে জিয়ানগরের জলংগি গ্রামে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তারা কাহালুর বাড়ির দিকে ফেরার জন্য অটোভ্যানে করে রওনা হন। পথিমধ্যে বেড়াগ্রাম এলাকায় একটি ট্রাক( বগুড়া-ড- ১১-২০১২) পিছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাহিয়া মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় রোকসানা পারভীনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেন। তবে পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।