1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা মেহেরপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন 

চাটমোহরে ছাত্রদল সাংগঠনিক সম্পাদক এর বিরুদ্ধে শিক্ষার্থী ধর্ষণের চেষ্টায় থানায় মামলা

মোঃ কায়সার আহম্মেদ চাটমোহর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুরে ১১ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ও অপহরণের চেষ্টায় ছাত্রদল নেতাকে আসামি করে চাটমোহর থানায় মামলা দেয়ের হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা রিজু হয়। মামলা নাম্বার আট। এ মামলায় হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়ার মোঃ   মোঃ তোজাম্মেল হোসেন তোজু ছেলে রতন হোসেন (২৩) এবং মোঃ মহসিন হোসেন ছেলে মামুন হোসেন কে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করা হয়। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা রাস্তায় বিরক্ত করতো আমাকে। নানারকম কুপ্রস্তাব দিত। তাতে সাড়া না দেওয়ায় ১১ ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে এলাকায় সবাই যখন নামাজ পড়ছিল তখন তিন-চারটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমিও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।  পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

চাটমোহর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাজাহান জানান, ধর্ষণ চেষ্টা মামলা রুজু হওয়ার পরেই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব আমরা।

চাটমোহর উপজেলা ছাত্রদলের সভাপতি, ফুলচাঁদ হোসেন শামীম  জানান, রতন হরিপুর ইউনিয়ন ছাত্রদলের   সংগঠনের সাংগঠনিক সম্পাদক।  ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট