সাখাওয়াত হোসেন সুজন
রংপুরের পীরগাছা উপজেলা ছাওলা ইউনিয়নের তাসতালুকে ১০ কেজি ৫০০ গ্ৰাম গাজা উদ্ধার।
আজ ১১ ই মার্চ আনুমানিক রাত সাড়ে নয়টা থেকে ১০:৪২ পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে
পীরগাছার ৭২ পদাতিক ইনফ্রেন্ট ব্রিগেডট্রি ৩০ বেঙ্গল আর্মি ক্যাম্পের চৌকশ টহলদল পাওটানা তাসতালুকের বাসিন্দা শ্রী বুলারাম দাশের পুত্র কৃষ্ণ রবি দাসের বসত বাড়িতে টানা এক ঘন্টা অভিযান চালিয়ে মাটির নীচে ও বাড়ির অন্যান্য স্থানে ১০ কেজি ৫০০ গ্ৰাম গাজাসহ এক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে।
পাওটানা বাজারে যুব সমাজের চক্রে স্কুল পড়ুয়া ছাত্ররাও গাজা সেবনে জড়িয়ে পড়ছে।
এ ধরণের অভিযানকে স্থানীয়রা গুরুত্বপূর্ণ মনে করছে।