মো:রোকুনুজ্জামান উপজেলা প্রতিনিধি ফুলপুর,ময়মনসিংহ।
আজ ১১ মার্চ ২০২৫ ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে বিভিন্ন কৃষিপণ্যের মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বীজ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ০৪ টি মামলায় ৪ জন ব্যবসায়ীকে মোট ২৬০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়ার জন্য সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব সাদিয়া ইসলাম সীমা, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফুলপুর, ময়মনসিংহ।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি অধিদপ্তর ফুলপুর ময়মনসিংহ।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।