1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বুধবার, ২১ মে ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :

গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টার রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

স্টার রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় অনুষ্ঠিত মাসিক এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক এ সভায় সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। রমজানে ব্যবহৃত মুড়ি, গুড় ও বেসন উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সঠিকভাবে তদারকি বাড়াতে, কারখানাগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে নিরাপদ খাবার পানি উৎপাদন ও বিপণন যথাযথভাবে হচ্ছে কি-না সেদিকে নজরদারির নির্দেশ দেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও বিএসটিআই’র কর্মকর্তাদেরকে। নিরাপদ সড়ক বাস্তবায়নে এবং সড়ক দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ অধিদপ্তর, পুলিশ প্রশাসন, বিআরটিএ সহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘদিন বন্ধ থাকা গোপালগঞ্জ – টুঙ্গিপাড়া আঞ্চলিক সড়কে লোকাল বাস সার্ভিস দ্রুত পুনরায় চালু করতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দদেরকে অনুরোধ জানান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহরের বিপনী গুলোতে ক্রেতা-সাধারনদের নির্বিঘ্নে কেনাকাটার কথা চিন্তা করে শহরের বাণিজ্যিক এলাকায় রাস্তাগুলো যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্টদেরকে বিভিন্ন নির্দেশনা দেন। এছাড়া আসছে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে পালনের জন্য কমিটির সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনিজনসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মোঃ নুরুল হুদা, জেল সুপার মোঃ মোকাম্মেল হোসেন, গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অঃ দাঃ) লাখসানা লাকী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন, গোপালগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কামিল ছরোয়ার, সহ-সভাপতি বিলাস শেখ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ সহ জেলা আইন- শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট