মুহাম্মদ নেজাম উদ্দিন ফটিকছড়ি চট্টগ্রাম প্রতিনিধি:-
আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল এর ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, আসন্ন ২২ চৈত্র বিল বেরাসত গাউসুল আযম হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর পবিত্র ওরশ উপলক্ষ্যে প্রস্তুতি সভা, ইফতার ও মিলাদ মাহফিল ০৭ মার্চ ২০২৫ ইং শুক্রবার বাদে আসর ফটিকছড়ির হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়িস্থ শোকর-এ মওলা মনজিলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জনাব মোঃ আজম এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। তিনি বলেন –
সৃষ্টিকর্তার একত্বের প্রতি বিশ্বাসের স্থিতিশীলতা ব্যতীত রোজাদার রোজার মূল লক্ষ্যে পৌঁছাতে পারে না। শুধু মাত্র উপবাস থাকার নাম রোজা নয়, সর্বাবস্থায় খারাপ কাজ হতে বিরত থাকতে পারার নামই রোজা। সিয়াম সাধনা আনুগত্যকারীকে সর্বাবস্থায় পবিত্র রাখে এবং উত্তম চরিত