জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান বুধবার (৫ মার্চ) নজরুল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে উপাচার্যসহ সংশ্লিষ্টরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রফেসর ড. নিয়াজ আহমদ খান দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এছাড়া, নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো ও পরিবেশ সম্পর্কে ইতিবাচক অভিমত প্রকাশ করেন ঢাবি উপাচার্য।
এ সময় উপস্থিত ছিলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ট্রেজারার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টরসহ বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।
নাজমুল হুদা
নজরুল বিশ্ববিদ্যালয়
01842867762