মোঃ ইমন মিয়া, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার হাবিবুবর রহমান, উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদসহ অনেকে।
সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।