মাহফুজুর রহমান সাইমন।
রমজানের শুরুতেই শেরপুরে বেগুনের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। গত পরশু বেগুন বিক্রি হয়েছে ১০ টাকা কেজি। রমজানের আগের দিন থেকেই তা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজিতে। প্রতীক কেজিতে ৩০ টাকা বেড়ে গেছে। দাম বেড়েছে শসার আর লেবুর। লেবু বিক্রি হচ্ছে হালি ৮০ টাকা। এছাড়া বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম।
হাট-বাজারে সয়াবিন তেল বলতে গেলে উধাও। ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি হালি লেবু ছোট আকারের ৮০ টাকা, মাঝারি আকারের ১০০ টাকা। এছাড়া অন্যান্য সবজির কেজিপ্রতি দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। দাম বেড়েছে বেগুনেরও। ১০ টাকা কেজির বেগুন বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা কেজিতে। বেড়েছে মাংস ও মুরগির দামও। এদিকে, ভোজ্যতেলের তীব্র সংকট সৃষ্টি করে চড়া দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শান্ত সিফাত নামের এক ক্রেতা বলেন, “রোজার শুরুতেই বাজারে যেন আগুন লেগেছে। তেল বাজার থেকে উধাও। আমরা মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পড়েছি।”
সবজি ব্যবসায়ী আবুল কাশেম বলেন, “রমজানে বেগুনি তৈরির জন্য বেগুনের দাম বেড়েছে। লেবুর সংকট থাকায় বেশি দামে কিনতে হয়েছে। এজন্য দাম একটু বেশি। তবে বেগুন ও লেবু ছাড়া অন্যসব সবজির দাম খুব একটা বাড়েনি।”
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল দৈনিক ইনকিলাবকে বলেন, “বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এই রমজানে তদারকি আরও বাড়ানো হয়েছে।”