1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ডাকাত দলের গ্রুপ গ্রেফতার ১০ জন রাজশাহীতে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী সটাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী সটাফ রিপোর্টার 

রাজশাহীতে ডাকাত দলের নেতা আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়ালসহ সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের সক্রিয় আরো ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- হোসনিগঞ্জ এলাকার হাতেম কসাইয়ের ছেলে ডাকাত দলের নেতা আব্দুল আউয়াল ওরফে ডাকু আউয়াল (৪৫), তার সহযোগী দামকুড়ার ধুতরাবনা এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. সম্রাট (৩৮), আসাম কলোনী এলাকার আকবর আলীর ছেলে ছিনতাই ও চাঁদাবাজ চক্রের শান্ত ইসলাম (২২), রাণীনগর মোন্নাফের মোড় এলাকার আলমগীর হোসেনের ছেলে জিসান হোসেন (২৩), কাজলা এলাকার আফজাল হোসেনের ছেলে মাইন হোসেন আলিফ (১৯), মেহেরচন্ডী কড়ইতলা এলাকার রজব আলীর ছেলে শাকিল খান (২৩), পাঠানপাড়া এলাকার মো. আফরোজের ছেলে নাইম ইসলাম (২৫), একই এলাকার মৃত বাদশার ছেলে শরিফুল ইসলাম ওরফে সনি (৩২), কাশিয়াডাঙ্গার কাঁঠালবাড়িয়া এলাকার মো. সেলিমের ছেলে আকাশ হোসেন (২৩), চারঘাট উপজেলার চকমোক্তারপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ আলী (২৮)।

এছাড়া কিশোর গ্যাং চক্রের অন্যতম সদস্য কাঁঠালবাড়িয়া গোবিন্দপুর এলাকার মো. জনির ছেলে জীবন ইসলামকে (১৬) গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মিডিয়া উইং থেকে জানানো হয়, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশক্রমে ও র‌্যাব ফোর্সেস সদর দফতরের দিকনিদের্শনায় দেশজুড়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণরোধে র‌্যাব-৫ এর দায়িত্বপূর্ণ এলাকা; রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনে দিনে-রাতে রোবাস্ট পেট্রোল ও পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন গুরত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, ঢাকা রাজশাহী হাইওয়েতে যানবাহনে তল্লাশিসহ ছিনতাইকারী, ডাকাত ও অন্যান্য সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে ধরতে র‌্যাব-৫ এর কার্যক্রম চলমান রয়েছে।

সংস্থাটি আরও জানায়, রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ডাকাতি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত ৪টি মোবাইল ফোন, ৪টি মানিব্যাগ, নগদ এক হাজার ৬৪৫ টাকা, ১টি ধারালো টিপ চাকু, ১টি চাঁদা আদায়ের রশিদ বই ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকু আউয়াল ও তার সহযোগী সম্রাট এর নামে পূর্বেও একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে। ছিনতাই ও চাঁদাবাজ প্রত্যেকেরই নামেই একাধিক মাদক, ছিনতাই ও চুরির মামলা রয়েছে।

তারা সকলেই নগরীর নামধারী ছিনতাইকারী এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত। এছাড়া জীবন ইসলাম এলাকার কিশোর গ্যাং লিডার নামে পরিচিত। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে র‌্যাব-৫ এর এই আভিযানিক কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট