1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ফরিদপুরের সালথায় সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা নিহত।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি।

মাহিন্দ্রা (থ্রি হুইলার) গাড়ি চলাচল বন্ধের দাবিতে সালথা ফরিদপুর আঞ্চলিক সড়ক অবরোধ বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সম্পত্তি সড়ক দুর্ঘটনায় পরপর দুই জন শিক্ষক নিহত ও দুইজন পঙ্গু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার 25 শে ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সালথা ফরিদপুর সড়কের মেম্বার গট্টি এলাকায় এই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে গাছের গুড়ি ও বাঁশ ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে শিক্ষক পদে থাকে তারা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালী, সালথা থানার ওসি মোঃ আতাউর রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন এরপর শিক্ষার্থীরা ইউএনওর কাছে বেশ কয়েকটি দাবি দাওয়াত তুলে ধরে অবরোধ তুলে নেয়। প্রধান শিক্ষক আসমা বেগম নিহত হন। এর আগে ২০২৪ সালের ২১ শে নভেম্বর সড়ক দুর্ঘটনায় গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইস্কান্দার আলী মারা যান। এছাড়াও সম্পতি মাহিন্দ্রা দুর্ঘটনায় কার্ড দিয়া মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজিয়া আক্তার গুরুতর আহত হন। পরে তার পা কেটে ফেলা হয়। একইভাবে ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান পঙ্গুত্ববরণ করেছেন। শিক্ষার্থীরা বলেন, বাস চলাচল বন্ধ থাকায় সালথা ফরিদপুর সড়ক মাহিন্দ্রা গাড়ি দখল করে নিয়েছে। এই গাড়ি বেপরোয়া গতিতে চলাফেরা করে। অদক্ষ ও নেশাগ্রস্ত ড্রাইভাররা মাহিন্দ্রা গাড়ি চালাচ্ছেন বলে সাধারণ শিক্ষার্থীরা বলেন। এমনকি শিশুদের হাতে মাহিন্দ্রা গাড়ি তুলে দিচ্ছে পরিবার। যে কারণে প্রতিনিয়ত হচ্ছে ভয়াবহ দুর্ঘটনা। এটা একের পর এক মৃত ঘটনা ঘটেছে। অনেকে পঙ্গু হয়ে ঘরে বসে আছে। এমন অবস্থায় আমরা এই সড়ক কে আর মাহিন্দ্রা গাড়ি চালাতে দেবো না। শিক্ষার্থীদের পক্ষে থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি ক্ষারকলিপি প্রদান করে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালী বলেন, শিক্ষার্থীরা সালথা ফরিদপুর সড়কে মাহিন্দ্রা গাড়ি চলাচল বন্ধ করতে হবে এবং পুনরায় আবার বাস চালুর দাবি জানিয়েছেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলাম। খবর পেয়ে অশেষ সহ আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করেছি। আমরা শিক্ষার্থীদের দাবিগুলো বিষয় উর্দ্ধতন কর্মকর্তাদের কে জানানো হবে। এবং এর একটা সমাধান করে দেয়া হবে। কে বলেন, পাশাপাশি বাস চালু করার বিষয় মালিক সমিতির সাথে যোগাযোগ করা হবে। আশা করি শিক্ষার্থীদের দাবিগুলো পূরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট