নিজস্ব প্রতিবেদক
গতকাল ২৩ ফেব্রুয়ারী রাত ৩ টা ঐ নারী শ্রমিকের ছুটি হয়। ছুটির পর ঐ নারী শ্রমিক বাড়ী ফেরার পথে তাকে রোজ ফ্যাশন এর কাছে দুস্কৃতিকারীরা ধর্ষণ ও ছিনতাই করে অজ্ঞান ও বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়। পরে তার স্বামী খবর পেয়ে তাকে প্রথমে টাঙ্গাইল মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল নেওয়ার পথে মারা যায়। পরে তার লাশ নিয়ে আসেন তানজিলা টেক্সটাইলের সামনে। ধর্ষনের ঘটনা শুনে ফুঁসে উঠেছে তানজিলা টেক্সটাইল এর শ্রমিকরা তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বলেন আমাদের সব সময় গভীর রাত পর্যন্ত কাজ করতে বাধ্য করে এবং কোন নিরাপত্তা ছাড়া গভীর রাতে ছুটি দেয়।
এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গেলে তানজিলা টেক্সটাইল এর সিউকোরিটি ও অফিস স্টাফগন নিউজ ২১ এবং দৈনিক প্রভাতী বাংলাদেশকে কে বাধা প্রদান করেন ।