1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

গোবিন্দগঞ্জে কোল্ড স্টোরেজ গুলিতে আলু সংরক্ষণের বুকিং স্লিপ না পেয়ে কৃষকরা হতাশ,কালোবাজারে বুকিং স্লিপ

মোঃ আলামিন হোসেন  উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

মোঃ আলামিন হোসেন  উপজেলা প্রতিনিধি

একদিকে আলুর বাজার কম,বর্তমান বাজারে আলু বিক্রি করে উৎপাদনের অর্ধেক খরচ তুলতে পারছেন না কৃষকরা, তার উপর ঘোষনা আসে কোল্ড স্টোরেজ এ্যাসোসিয়েশন কতৃক ভাড়া বৃদ্ধির।

৮টাকা কেজি করে ৫০কেজি ৪০০টাকা বস্তা নতুন ভাড়া নির্ধারন করা হয়,আলু সংরক্ষণের জন্য। অথচ গতবছর ৬৫ কেজির এক বস্তা আলু বিদ্যুৎ বিলের অযুহাতে ৫০টাকা বৃদ্ধি করে ৩৫০টাকা বস্তা করেছিল স্টোরেজ কতৃপক্ষ।

অথচ এবছর ৬৫কেজি আলুর বস্তা ৮টাকা কেজি দরে ভাড়া পড়বে ৫২০টাকা । এ ভাড়া বৃদ্ধির পর পরই খবর শুনে ভাড়া কমানোর দাবীতে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন স্থানে প্রতিবাদ করে কৃষকরা। এটি শেষ হতে না হতেই কোল্ড স্টোরের কর্মচারীদের যোগসাজশে মজুতদার ব্যবসায়ীদের নামে, বিভিন্ন নামে দেয়া হয় মোটা অংকের শত,শত হাজারো বুকিং স্লিপ।

এদিকে বুধবার ১৯ফ্রেব্রুয়ারি বুকিং স্লিপ না পেয়ে ইজাব গ্রুপের হিমাদ্রি কোল্ড স্টোরেজ লিমিটেড এ কৃষকদের না বুকিং স্লিপ না দিয়ে ব্যবসায়ীদের দিয়ে বুকিং শেষ করার অভিযোগ এনে কৃষকরা ঢাকা-রংপুর মহাসড়ক ২দফায় অবরোধ করে বুকিং স্লিপ দেয়ার দাবী জানায়,সে সময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, অফিসার ইনচার্জ তদন্ত ইকাবাল পাশা,গোবিন্দগঞ্জ হাইওয়ে ওসি মোজাফফর হোসেন সহ বিপুল সংখ্যক প্রশাসনের কর্মকর্তা গন স্টোরের রেজিস্ট্রারে দেখে হিমাদ্রী ক্লোড স্টোরেজে ২০হাজার বস্তা আলুর বুকিং স্লিপ ফাঁকা পান,আর বাকী কার্ড বুকিং দেখতে পান।

 

সে সময় কৃষকদের ৫থেকে ১০বস্তা করে আলুর সংরক্ষণের কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়।অথচ সেই দিনে স্টোর কতৃপক্ষ ৫/১০বস্তা করে আলুর কার্ড বিক্রির কথা থাকলে তা আর কৃষকদের দেননি।

এদিকে ২০,২১,২২,২৩ ফ্রেব্রুয়ারি তারিখ পর্যন্ত কৃষকদের স্টোরের সামনে বুকিং স্লিপের জন্য হিমাগার গুলিতে ঘুরতে দেখা গেছে।এবং হিমাদ্রি কোল্ড স্টোরেজ লিমিটেডের মেইন গেটে বুকিং কার্ড দেয়া শেষ হয়েছে মর্মে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে। এদিকে গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজ লিমিটেডে গেটে কৃষকদের ভীড় করতে দেখা গেছে, সেখানে কর্মচারীরা আলুর বুকিং স্লিপ দিচ্ছেন না,তবে তারা বলছেন,৫/১০বস্তা করে আলু নিয়ে আসেন, আমরা আলু সংরক্ষণ করবো, এতে ভরসা পাচ্ছেন না কৃষকরা। তার উপর আবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্যোগপূর্ন আবহাওয়া বৃষ্টিতে আলু চাষীরা,আলু সংরক্ষণ নিয়ে দু:চিন্তায় পড়ছেন।

গোবিন্দগঞ্জ হিমাদ্রী কোল্ড স্টোরেজের ম্যানেজার মোজাম্মেল হক বলেন, আলু বুকিং স্লিপ শেষ হয়ে গেছে, অসাধু মজুতদার ব্যবসায়ীকে মোটা অংকের কার্ড দিয়ে বুকিং প্রতি বস্তায় ৫০টাকার স্থলে বাড়তি ৫০টাকাসহ ১০০টাকা করে বস্তায় নিয়ে কালো বাজারে বিক্রি করছে কিছু অসাধু লোক,কৃষকদের এই অভিযোগ প্রসংঙ্গে তিনি বলেন, প্রতিবছর মজুতদার ষ্টোরে আলু রাখে, তাই এ বছরেও তাদেরকে আলুর বুকিং স্লিপ দেয়া হয়েছে,তবে পরিমান কমে দেয়া হয়েছে।কালো বাজারে বুকিং কার্ড বিক্রির নিয়ম নেই, তার পরেও বিক্রি করে।

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজ লিমিটেড এর ম্যানেজার সজিব উদ্দিন বলেন ,আমরা এ বছর স্থানীয় গ্রাহকদের অগ্রাধিকার দিচ্ছি, মজুতদারদের কার্ড দিচ্ছি না,তবে আলুর বুকিং কার্ড না দেয়া প্রসঙ্গে তিনি আরও বলেন,গ্রাহকরা ৫ থেকে ১০বস্তা করে আলু নিয়ে আসলে আলু রাখতে পারবে।

আমাদের ক্লোড স্টোরেজ দুটির ধারন ক্ষমতা প্রায় সাড়ে ৩লাখ বস্তা,এখন পর্যন্ত প্রায় ১লাখ ২০হাজার বস্তা বুকিং হয়েছে।

তবে কৃষকরা বলছেন,কৃষকদের ৫-১০বস্তা বীজ আলু রাখার অগ্রীম কার্ড দিতে হবে। আমরা দিনের পর দিন ঘুরে ৫/১০টা বুকিং স্লিপ পাচ্ছি না,আর মজুতদার ব্যবসায়ীরা মোটা অংকের কার্ড কিভাবে পাচ্ছে,এতে আমরা কি ভাবে বিশ্বাস করি।

 

এবিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত আলু সংরক্ষন করতে পারে,সে জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরেজ কতৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন,সেখানে দুটি ষ্টোরে যথেষ্ট ফাঁকা রয়েছে।কৃষকরা বীজ আলু রাখতে পারবেন।

কালোবাজারে কার্ড বিক্রি করলে,বা কারসাজি করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দেশের বিভিন্ন কোল্ডস্টোরে নতুন করে ভাড়া বৃদ্ধি করে ৮টাকা কেজি হিসাবে যে বুকিং স্লিপ বিক্রি করায় স্টোর সীলগালা সহ জরিমানা করেছে প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট