নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক প্রকাশনা সম্পাদক লুৎফুজ্জামান বাবর বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিন। যাতে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পারে।
আজ রোববার বিকেলে নেত্রকোণা জেলা বিএনপি কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় আমাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু দেশবাসীর দোয়া, সমর্থন ও আল্লাহর অশেষ রহমতে আমি সব মামলায় খালাস পেয়েছি। আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত। দীর্ঘ ১৭ বছর কারাগারে কাটিয়ে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন আমাকে এই দীর্ঘ পথ চলতে শক্তি যোগিয়েছে। আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ।’
বাবর বলেন, ‘জালিম খুনি হাসিনা সরকার আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির দণ্ড দিয়েছে, অকথ্য নির্যাতন চালিয়েছে, কিন্তু আমি আপস করিনি। আমি সর্বদা সত্যের পথে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। তারা চেয়েছিল আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে, কিন্তু আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় আজ আবার আপনাদের সামনে ফিরে এসেছি।
তিনি আরো বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার জীবন বাজি রাখতে প্রস্তুত। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। এছাড়া তিনি তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি মো. সালাহউদ্দিন খান মিল্কী জেলার সকল উপজেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।