1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

আলু সংরক্ষণের হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানব বন্ধন।

মোঃ আশরাফুল ইসলাম বগুড়া :
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম বগুড়া :

চলতি মৌসুমে আলু সংরক্ষণের হিমাগারে বগুড়া জেলার প্রতিটি উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া হিমাগার কতৃপক্ষ ৫ টাকা কেজি থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারন করেছেন। বিষয়টি নিয়ে কৃষক ও আলু ব্যবসাহিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে আলু উৎপাদনকারী কৃষকেরা চড়া দামে বীজ ক্রয় করে আলু উৎপাদন করে। কিন্তু বাজার মূল্য কম হওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মক্ষিন হয়েছে, এর মধ্যে হিমাগার কতৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি করায় বগুড়ার আলু উৎপাদনকারী কৃষকেরা বিপাকে পড়েছে। হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নাগরবন্ধর কালিপাড়া হিমাগারের সামনে সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করে। বর্তমানে এই উপজেলায় ১৭টি কোল্ডষ্টোরেজ রয়েছে। গত বছরে প্রতি বস্তা ৩৫০ টাকায় ও কেজিতে ৫ টাকা ভাড়া নির্ধারণ ছিল। অথচ ষ্টোর কর্তৃপক্ষ কোন কিছু না জেনেই বিভিন্ন অজু হাতে চলতি মৌসুমে প্রতি বস্তায় ৪৮০ ও কেজিতে ৮ টাকা নির্ধারণ করার প্রতিবাদে গত কয়েক দিন যাবত উপজেলার কৃষক ও ব্যবসায়ীদের এই দাবীর প্রেক্ষিতে ষ্টোরে আলুর কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধ রয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে ব্যবসায়ী ও কৃষকরা বলেন, দাবী পুরণ না হলে উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়ার কথা জানিয়েছেন। তারা আরো বলেন, প্রয়োজনে আমরা ষ্টোরে তালা ঝুলিয়ে দিব। অযৌতিক ভাবে ভাড়া বৃদ্ধির ঘটনা তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলার আলু ব্যবসায়ী নুরুল ইসলাম মিষ্টার, জিল্লুরাইন জিল্লুর, ইয়াকুব আলী, মোকাররম হোসেন মন্টু, হাফিজার রহমান, সাগর ফকির, গোলাম রব্বানী, মুকুল হোসেন, জালাল হোসেন, সেলিম মিয়া, আব্দুল করিম, মোজাফ্ফর হোসেন, আলম মিয়া, কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, গোলাম রব্বানী, মিন্টু মিয়া, শামিম হোসেন, শরিফুল ইসলাম। এব্যাপারে হিমাদ্রী লি: ম্যানেজার আব্দুল কুদ্দুসকে ভাড়া বৃদ্ধি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা ষ্টোর মালিক কর্তৃপক্ষের ব্যাপার। তারা যে নির্দেশনা দিবে আমরা সে ভাবেই পরিচালনা করবো। গোপনে বুকিং কার্ড দেওয়া হচ্ছে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শুধু মাত্র বীজ আলু সংরক্ষণের জন্য কিছু কৃষকদের কার্ড দেওয়া হয়েছে। তবে এখন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। মানববন্ধন শেষে কৃষক ও আলু ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান বলেন, ষ্টোরের ভাড়া বৃদ্ধির ঘটনায় কৃষক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে স্মারক লিপি পেয়েছি। উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট