মোঃ রাছেল আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে যোগেন্দ্র নাথ মন্ডলের ১২২তম জন্ম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যতিন্দ্রনাথ মিস্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক শিকদার হাফিজুর ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক খোন্দকার মোহাম্মদ আলী,যুগ্ম আহ্বায়ক কার্তিক চন্দ্র বেপারী, বিএনপি নেতা দিনেশ চন্দ্র রায়,সহ অনেকে।