1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

বাগেরহাটে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন

আরিফ হাসান গজনবী বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে মিথ্যা মামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের সন্নাসী বাজার মোড়ে দুই সহস্রাধিক এলাকাবাসী এই কর্মসূচিতে অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বড় সন্নাসী বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার, বিএনপি নেতা মোঃ জাহিদুল ইসলাম, হাওলাদার আলমগীর হোসেন, সাজারুল ইসলাম সাজু, শামীম হাসান পলক, শাহ জাহান কুট্টি, আল আমিন শেখ, বেদার হোসেন, হাবিবুর রহমান, এমিলি খানম মিলি, আরাবিয়া খানম চায়না, মোসা: হামিদা বেগম ও তার মেয়ে ফারহানা তাবাচ্ছুম প্রমুখ।

বক্তারা বলেন, বড় সন্নাসী এলাকার বাসিন্দা মৃত এ্যাড. আবুল হোসেনের ব্যক্তিগত জীবনে দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ও তার সন্তানরা খুলনা এবং দ্বিতীয় স্ত্রী মোসা: হামিদা বেগম ও তার মেয়ে ফারহানা তাবাচ্ছুম বড় সন্নাসী এলাকায় থাকতেন। কিন্তু এ্যাড. আবুল হোসেন মারা যাওয়ার পরে, তার বড় স্ত্রী রওশোনারা বেগম ও তার তিন সন্তান ছোট স্ত্রী এবং তার মেয়েকে সম্পত্তির ভাগ থেকে উচ্ছেদের চেষ্টা করে। এর অংশ হিসেবে একাধিকবার মারধর করে। এই মারধর ও অত্যাচারের প্রতিবাদ করায় বড় স্ত্রী ও তার সন্তান ফারজানা তন্নি, রাজিব ইমতিয়াজ পরাগ, ফারহা তামান্না উর্মি, ফারিয়া তাবাচ্ছুম আনি এবং তাদের সহযোগি ইসতিয়াক আহমেদ এলাকাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এর অংশ হিসেবে ফারজানা তন্নি বাদী হয়ে বিএনপি নেতা জাহিদুল ইসলাম হাওলাদারকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। যে মামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

মৃত এ্যাড. আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী মোসা: হামিদা বেগম বলেন, আমি আমার স্বামীর বৈধ স্ত্রী। তার সংসারে আমার একটি মেয়ে সন্তান রয়েছে। আমরা কোন অন্যায় চাই না, আমার মেয়ের এবং আমার নায্য অধিকার চাই। কিন্তু বড় স্ত্রীর সন্তানরা আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করতে চায়। স্থানীয়রা আমাদের পক্ষ নেওয়ার জন্যই এই মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন এই নারী।

মৃত এ্যাড. আবুল হোসেনের মেয়ে ফারহানা তাবাচ্ছুম বলেন, আমার সৎ ভাই আমাদের গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আমাদের মারধর করে। স্থানীয়রা এই অন্যায়ের প্রতিবাদ করলে, তাদেরকে ভয়ভীতি দেখায়, হুমকি দেয় ও এলাকাবাসী ও আমাদের জড়িয়ে মিথ্যা মামলা দেয়। আমরা ন্যায় বিচার চাই।

আরিফ হাসান গজনবী ০৭/০২/২০২৫ ০১৬২৩৩৫৫৮৩৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট