মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী উপজেলার পৌরসভার অন্তর্গত ৯ নং ওয়ার্ডের রংগিয়া ঘোনা গ্রামে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে এমন অভিযোগ এর ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জসিম উদ্দিন। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) তারিখের দুপুর ১ টার সময় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের খবর পেয়ে বরপক্ষ পালিয়ে গেলেও তবে কনের পিতা হাফেজ রিদুয়ানুল হক তাদের দোষ স্বীকার করে তার কনের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় কনের পক্ষকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অর্থদণ্ড প্রদান করা হয়।
উল্লেখ্য,একই ভাবে বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাজী বিভিন্ন অপকর্মের অন্যতম একমাত্র বিশ্বস্ত সহযোগী ওলামালীগ নেতা কাজী শাহাব উদ্দীনের বিরুদ্ধে বাল্যবিবাহ করানোর অসংখ্য অভিযোগ রয়েছে। বিগত সময়ে তার রেজিস্ট্রার খাতা চেক করলে অসংখ্য বাল্যবিবাহ করানোর ও ছেলে প্রবাসে থাকা অবস্থায় অনেক বিয়ে পড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও বিশ্বস্ত সূত্রে জানা যায়।