বগুড়ার শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের ৪৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,নবীন বরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম এর সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ,মহাস্থান মাহীসওয়ার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউর রহমান, মহাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিনহাজ্ব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ কমিটির সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন, সাবেক ইউপি সদস্য আছালতজ্জামান, ইউপি সদস্য আলমগীর হোসেন লালু। প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক সুফি আলম,সহকারী শিক্ষক শহিদুল ইসলাম,মেহেরুল ইসলাম,খায়রুল ইসলাম,এসএম হাবিবুর রহমান,আবু হাসান,ফেরদৌস আলম,রাহুল ইসলাম,বিল্পব সরকার, তোয়াব মন্ডল,
সোহেলী পারভীন,সিরাতুল জান্নাত জুয়েল,আয়েশা সিদ্দিকা,লিকন প্রাংসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন খেলাধুলা শিক্ষার্থীদের পরিবেশনায় দেশত্ববোধক গান, নাচ, কবিতা আবৃত্তি,অভিনয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।