মোঃ জান্নাতুল নাঈম বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি:
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে ৫৩তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা’র শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা, পুরুষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম,মোঃ মোকছেদুর রহমান দুলু মাষ্টার।
এময় উপজেলার জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী সহ উক্ত প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মণ্ডলী সহ বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।