হাসানুজ্জামান সিদ্দিকী হাসান বিশেষ প্রতিনিধি প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ২৪-২৫ অর্থ বছরের রংপুর বিভাগের কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক কৃষাণীদের প্রশিক্ষন অনুষ্ঠিত।
মঙ্গলবার উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত দিনব্যাপী কৃষক কৃষাণীদের প্রশিক্ষন কর্মশালা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদের সভাপতিত্বেঅনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নুরে আলম সিদ্দিকী,
বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার খোরশেদ আলম সহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা সহ কৃষক কৃষাণীরা প্রমুখ।
পরে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণে হাতে কলমে কৃষি ও গ্রামীন অবকাঠামো উন্নয়ন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হয়।