নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি মাদ্রাসার উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার্থীদের একটাই লক্ষ্য হওয়া উচিত সুনাগরিক ও আত্ম মানবতার সেবায় কাজ করা। মানব সেবার মধ্যে সকল মঙ্গল নিহিত আছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষা আগের চেয়ে অনেক উন্নত আধুনিকায়ন হচ্ছে, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের সাধারন জ্ঞান সর্ম্পকে ধারণ থাকতে হবে।
আলোচনা সভার পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।