স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
বাগেরহাটে ফকিরহাট উপজেলা থেকে নিখোঁজের চারদিনের মাথায় পুকুর থেকে নড়াইলের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য ছলেমান শেখের বাড়ির পেছনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ফকিরহাট থানার ওসি মো. আলমগীর কবীর জানান।
মৃত ৩১ বছর বয়সী সুরাইয়া শারমিন নড়াইল জেলার সদর উপজেলার আলতাফপুর গ্রামের আব্দুল কমির মোল্লার মেয়ে।গত শুক্রবার বিকালে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শারমিন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।ওসি আলমগীর বলছেন, “সকালে ছলেমান শেখের মালিকানাধীন বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। মরদেহের শরীরে দড়ি দিয়ে বেশ কয়েকটি ইট বাঁধা পাওয়া গেছে। তাকে পূর্ব পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করে শরীরে ইট বেঁধে মরদেহটি পুকুরে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
তিনি বলেন, “মৃতদেহের সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতরে পাওয়া একটি প্রেসক্রিপশন থেকে প্রথমে শারমিনের নাম আমরা জানতে পারি। সেখানে নড়াইলের চিকিৎসকের নাম থাকায়, আমরা ওই জেলার সদর থানায় যোগাযোগ করি।
“তখন পুলিশ আমাদের জানায়, গত শুক্রবার সুরাইয়া শারমিন নামে এক নারী বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে। নামের মিল থাকায় মরদেহটি শারমিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও নড়াইল পুলিশকে জানিয়েছি আমরা।”
ওই নারীকে হত্যা কারণ জানতে চাইলে ওসি আলমগীর বলেন, “এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করা সম্ভব হবে।”