মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নিয়ামতপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লা (অবঃ) মহোদয়ের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২ই ফেব্রুয়ারি ) সকাল ১০.৩০ ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।নিয়ামতপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার পারভেজ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রেজাউল করিম থানার অফিসার ইন চার্জ (ওসি) হাবিবুর রহমান, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান,এ সময় আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি আঃআজিজ শেখ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সমাচার এস,আর সাকিল সহ
পিন্ট ও ইলেকট্রিক মিডিয়া।