1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

রাজবাড়ী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি বাচ্চু,সম্পাদক আঃ রাজ্জাক নির্বাচিত। 

মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও মো. আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক পদে পুনরায় জয়লাভ করেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা বার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত আটটার দিকে নির্বাচনের প্রধান কমিশনার অ্যডভোকেট অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে খন্দকার হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আনিছুর রহমান পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক ১৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মুহাম্মদ রোকনুজ জামান ৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে আব্দুল হাকিম খান রিপন ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে আব্দুস সাত্তার ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক পদে বিপ্লব কুমার রায় ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ আলী মৃধা (বাটু) ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের অন্য বিজয়ীরা হলেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সুজন বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে কাইয়ুম হোসেন,মো. মোশারফ হোসে , মাহবুবুর রহমান, মোহাম্মদ মাসুদুর রশিদ ও মো. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন।এছাড়াও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. আরব আলী বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, নির্বাচনে ২২৫ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট