শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি:
বাংলার ঐতিহ্য পিঠাপুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে সাতক্ষীরা সদরের বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এ আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পিঠা উৎসব হয়েছে।
বিভিন্ন বয়সের নারী-পুরুষের হাতে তৈরি হরেক রকমের পিঠা নিয়ে হাজির হন শিক্ষার্থীরা। উৎসবে মানুষের ঢল নামে। তারুণ্যের মেলা উপলক্ষে বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এ উৎসবের আয়োজন করা হয়।
বি কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ ওহিদ উদ্দিন এর সভাপতিত্তে উৎসবের উদ্বোধন করেন সেক্রেটারি মোঃ আব্দুল্লাহ উপজেলা শিক্ষক সমিতি,মোঃরেজাউল ইসলাম(রেজা),সাংবাদিক ডাঃ শফিকুল ইসলাম (শফি), মোঃকামরুজ্জামান,অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃতোতাউর রহমান,মোঃবনিআমিন,মোঃআব্দুল হামিদ,মোঃহাবিবুল্লাহ রনি,মোঃসোলাইমান,মোঃ রফিকুল ইসলাম,মোঃ আজহারুল হক,পলাশ কুমার,মনিরুজ্জামান,খাদিজা খাতুন,রাফেজা খাতুন,সুমি,সবুর হোসেন,শরিফুল ইসলাম প্রমুখ
বিদ্যালয়ে ০৬ টি স্টলে শোভা পায় হরেক রকমের পিঠা। এরমধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠা ইত্যাদি। এছাড়াও উৎসবে পিঠা নিয়ে অংশ গ্রহনকারিদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭