1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবীতে খেলাফত মজলিসের বিশেষ বৈঠক

মোঃ আবুল কালাম আজাদ গাজীপু গাছা থানা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ আবুল কালাম আজাদ গাজীপু গাছা থানা প্রতিনিধিঃ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের আন্তদলীয় সংলাপে ৯ দফা ঐকমত্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করতে হবে

২৭ জানুয়ারি ২০২৫: খেলাফত মজলিসের পক্ষ থেকে ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ ২৭ জানুয়ারি ২০২৫ পল্টনস্থ খেলাফত মজলিস কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়।

আজ বিকাল ৩ টায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো: আবুল হোসাইন, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আলহাজ্ব আমীর আলী হাওলাদার প্রমুখ।

আজকের সংলাপে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের মধ্যে নিম্নোক্ত বিষয়ে ঐকমত্য হয়:

 

১। সংবিধান সংস্কারে কমিশন প্রস্তাবিত ৫ মূলনীতি থেকে বহুত্ববাদ বাদ দিয়ে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন করতে হবে।

২। ইসলাম বিরোধী কোন আইন করা যাবে না মর্মে সংবিধানে নিশ্চয়তা থাকতে হবে।

৩। আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্যে গণ-অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে।

৪। ইসলামী দলসমূহের মধ্যে কার্যকর ঐক্য সৃষ্টি ও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে।

৫। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

৬। ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলাচত্ত্বরে গণহত্যা, ’২১ এর মোদীবিরোধী আন্দোলনে হত্যা-নির্যাতন, ’২৪ এর জুলাই- আগস্ট গণঅভ্যুত্থান কালে পরিচালিত গণহত্যা-সহ খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৭। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং দুর্নীতিবাজদের বিচার ও বিদেশে পাঁচারকৃত অর্থ ফেরত আনতে হবে।

৮। পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে আলেম-উলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তি দিতে হবে।

৯। আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘ দিনের দাবী ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ-সহ সকল ন্যায্য দাবী মেনে নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট