1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

বাঞ্ছারামপুরে ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০

স্টাফ রিপোর্টার : রিপন মিয়া সরকার, 
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রিপন মিয়া সরকার, 

সংঘবদ্ধ মাটি ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ছলিমাবাদ  ইউনিয়নের আশ্রাফবাদ,হোসেনপুর  এলাকায় ফসলি জমির মাটি ভেকু মেশিন দিয়ে কাটার দখল ও  বাধা দেওয়া হলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান,  মাটি ব্যবসায়ী মিরপুর গ্রামের বাবু গ্রুপ সহ হোসেনপুরের শাহ আলম এবং ছলিমাবাদ গ্রামের হাসানের  নেতৃত্বে সংঘবদ্ধ মাটি ব্যবসায়ীরা ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা নিয়ে  দ্বন্দ্ব ও প্রভাব বিস্তার দেখাতে যেয়ে নিজেদের মধ্যে  সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে টেটা,রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে প্রতক্ষদর্শীরা জানান।

পরে, সেনাবাহিনীর টহল দল ও পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।

ভেকু দিয়ে মাটি কাটার দখলের এই সংঘর্ষে গুরুতর আহত হয় কমপক্ষে ১০ থেকে ১২ জন।তবে,বাঞ্ছারামপুর ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত বিভিন্ন রকম জখম নিয়ে ৬ জন ভর্তি হয়েছে।অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে।

ভর্তিকৃত আহত হলো, মো.শাহ আলম,হাসান মিয়া,মোক্তার প্রধান, আরিফুল ইসলাম বাবু,হোসাইন মিয়া ও আমিরুল ইসলাম।অন্যদের নাম জানা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ছলিমাবাদ ইউনিয়নে দীর্ঘদিন যাবত একটি চক্র ভেকু দিয়ে ফসলী জমির মাটি কেটে  ট্রাকে করে মাটি পরিবহণ করছিলো। বিভিন্ন ইটভাটায় সে মাটি বিক্রি করা হচ্ছিলো।

আজ শনিবার সকালে  মাটি কাটতে বাধা দেওয়ায় সংঘবদ্ধ মাটি ব্যবসায়ী চক্র এলাকাবাসীর ওপর হামলা চালায়।এখানে অভ্যন্তরীন কোন্দলও আছে বলে জানা গেছে। সেখান থেকেই আজকের

উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

ইউএনও ফেরদৌস আরা  বলেন, ফসলি জমি রক্ষায় আমরা সাধ্যমতো চেষ্টা করছি।সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী টহল দিচ্ছে। আমরা

এলাকাবাসীকে শান্ত ও স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চালাচ্ছি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদ আলম চৌধুরী বলেন, আমরাসহ সেনা সদস্যরা খবর পেয়ে ছুটে গেলে পরিস্থিতি শান্ত হয়।এখন পর্যন্ত কোন লিখিত  অভিযোগ আসেনি।ফলে,কোন গ্রেপ্তারও নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট