রাসেল হোসাইন( কাহালু)
বগুড়ার কাহালু উপজেলায় ঘাস মারা বিষ খেয়ে এক ইলেকট্রিশিয়ান আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারহট্ট ইউনিয়নের শিকড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম আবু হাসান (২৮)। তিনি শিকড় গ্রামের মোঃ আব্দুল মমিনের ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ঘটনার সময় নিহত আবু হাসান শিকড় গ্রামে আমজাদ হোসেনের মেহগনি বাগানে গিয়ে ঘাস মারা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষের যন্ত্রণায় তিনি চিৎকার করে ওঠেন। সেই চিৎকার শুনে পাশের পুকুরে মাছ ধরতে থাকা তার বাবা দ্রুত ঘটনাস্থলে যান এবং ছেলেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তার মুখ থেকে তীব্র বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃতদেহ কাহালু থানা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, আবু হাসান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে প্ররোচিত করতে পারে।