সুনামগঞ্জে নবনিযুক্ত ধর্মপাশা সার্কেল কর্মকর্তা এস এম ফজলে রাব্বী রাজিবের যোগদান
রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা পুলিশের ধর্মপাশা সার্কেলের নবনিযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এস এম ফজলে রাব্বী রাজিব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তিনি ধর্মপাশা সার্কেলে যোগদান করেন।
নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. এস এম ফজলে রাব্বী রাজিব ফরিদপুর জেলায় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে মাঠপর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ৪০তম বিসিএসের মাধ্যমে ২০২২ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
ধর্মপাশা ও মধ্যনগর এই দুই উপজেলা নিয়ে পরিচালিত সার্কেল অফিসে তিনি পূর্বসূরি আলী ফরিদের স্থলাভিষিক্ত হয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা নতুন এ সার্কেল কর্মকর্তা মাদক ব্যবসা, জুয়া, মব-সন্ত্রাস, চোরাকারবারি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবেন।
নিজের প্রতিশ্রুতিতে নবনিযুক্ত এএসপি এস এম ফজলে রাব্বী রাজিব বলেন,
ধর্মপাশা থেকে মাদক, জুয়া ও চোরাকারবারিদের নির্মূল করার চেষ্টা করব। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। পুলিশ জনগণের সেবক সততার সঙ্গে জনগণকে সেবা দিতেই আমি এখানে এসেছি।